Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

০১। মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ প্রদান কার‌্যক্রম:

ঋণ  গ্রহীতার  সংথা ৩৪৩ জন

ঋণ প্রদানের পরিমান -৪২,৯২০০০ টাকা। সার্ভিস চার্জের পরিমাণ ৫%

০২।দরিদ্রমার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কাযর্ক্রম :     

   প্রতিটি ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ১৫৯ জন

      মাসিক ভাতার পরিমান ৮০০/-

  সেবা প্রদানের মেয়াদ -০৩ বছর

০৩ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীঃ

    ০১ টি পেৌরসভায় ভাতাভোগীর সংখ্যা-৪৭৫ জন

    মাসিক ভাতার পরিমান ৮০০/-

   সেবা প্রদানের মেয়াদ -০৩ বছর

০৪। ভিজিডি কার্যক্রমঃ-

      উপকারভোগীর সংখ্যা-২০২৯জন

      প্রতিটি উপকারভোগীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল/ গম প্রদান করা হয়।

      ভিজিডি কার্যক্রমের আওতায় পুঠিয়া উপজেলার চুক্তিবদ্ধ সহযোগী এনজিও ডিডিও। 

০৫। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি তদারকি ও   ্অনুদান বিতরণ   

 ০৬। বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমঃ 

     বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণকে সচেতন করা লক্ষ্যে প্রতি মাসে উঠান      

     বৈঠক করা  হয়। এছাড়াও কোথাও বাল্যবিবাহের অভিযোগ পেলে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায়   

     তাৎক্ষনিক তা বন্ধ করা হয়।

০৭।জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচি: এই কর্মসূচির আওতায় প্রতিটি  উপজেলা ও ইউনিয়নের তৃণমূল   পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ও সাহসী নারীদের খুঁজে বের করে নিম্নবর্ণিত ০৫টি ক্যাটগরীতে  প্রতি কাটাগরীর ০১জন করে প্রতি বছর উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে তাদের সম্বধর্ণা  প্রদান করা হয়।

      ক) অর্থনৈতিকভাবে সাফল্য আর্জনকারী নারী।

      খ) শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।

      গ) সফল জননী নারী।

      ঘ) নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী।

      ঙ) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী।

 

০৭।সতেনতামূলক সভা, উঠান বৈঠক, বিভিন্ন দিবস উদযাপন।

 

০৮।  আইজিএ প্রশিক্ষণ প্রকল্প : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তক বাস্তবায়িত মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের (আইজি এ) আ্ওতায় ফ্যাশন ডিজািইন ও বিউটিফিকেশন ০২ টি ট্রেডে    মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীর  ০৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০/- টাকা হারে হাজিরা ভিত্তিতে ভাতা প্রদান করা হয়।